মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

প্রেমের ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ : আটক ২

গাজীপুর মহানগর ১নং ওয়ার্ড মাধবপুর এলাকার সওকত হোসেন মন্ডলের বাড়ির ভাড়াটিয়া, লিজা আক্তার, প্রেমের ফাঁদে ফেলে, মো: মনি মিয়া, (৩৫) পিতা: মো: হাবিবুর রহমান, মাতা: মৃত মাজেদা বেগম,সাং বড়ইতলী,থানা, কালিয়াকৈর,জেলা: গাজীপুর এই ব্যক্তিকে ১৩ জুন ঘরে ডেকে এনে, ১৪ জুন দুপুর পর্যন্ত আটকে রেখে স্বামী-স্ত্রী মিলে মুক্তিপণ দাবি করেন, পরে এলাকাবাসী টের পেয়ে, পুলিশকে খবর দেন ততক্ষণিক কাশিমপুর থানার এসআই নাহিদ আল রেজা, ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন, লিজা আক্তার, (২০) , মাতা: ডলি বেগম সাং পূর্ব সেনপাড়া, থানা, দৌলতপুর, জেলা, খুলনা, ২ মো: রফিকুল ইসলাম (৩৩) পিতা: মকবুল হোসেন,মাতা: মোছা: শারমিন আক্তার, মাধবপুর, থানা,কাশিমপুর-জেলা- গাজীপুর।
কাশিমপুর থানার চৌকস এসআই নাহিদ আল রেজা, জানান, এলাকাবাসী থানায় খবর দেন ততক্ষণিক আমরা ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে আসি থানায় এবিষয়ে ভুক্তভোগী একটি প্রতারণা মামলা করেছেন ১৮৬০ সালের পেনাল কোডের ৩৪২/৩২৩/৩৮৫/৩৮৬/৩৪ ধারা।
এবং বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn