সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

প্রেমিক-প্রেমিকা আটক

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা এলাকায় চুরির অভিযোগে প্রেমিক-প্রেমিকা গ্রেফতার হয়েছেন। গতকাল সোমবার ভোররাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার মো. আনোয়ারের মেয়ে শারমিন আক্তার কলি (২২) ও তার প্রেমিক একই এলাকার মোক্তার আহম্মেদের ছেলে মনির উদ্দিন (৩২)।
এসময় তাদের কাছ থেকে চুরি করা স্বর্ণালংকার জব্দ করা হয়। গত ৩১ আগস্ট সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের কে এম ড্রিমল্যান্ড টাওয়ারের চতুর্থ তলার একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাদের।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানি বলেন, ৩১ আগস্ট আইস ফ্যাক্টরি রোডের একটি ভবনের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। ওই বাসায় প্রায় চার থেকে পাঁচ বছর ধরে গৃহপরিচারিকার কাজ করেন কলি। অন্যদিকে গ্রেফতার মনির পেশায় ড্রাইভার। কলির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। চুরির অভিযোগ পেয়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় জড়িত কলির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকে তাকেসহ তার প্রেমিক মনিরকে গ্রেফতার করা হয়।
ওসি আরও বলেন, প্রেমিক মনির উদ্দিন সীতাকুণ্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। চুরির পর অভিযুক্ত গৃহপরিচারিকা কলি সীতাকুণ্ডে গিয়ে মনিরের বাসায় ওঠেন। গ্রেফতারের পর তাদের কাছ থেকে চোরাইকৃত ১২ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে তাদের চুরির মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn