সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রেমিকাকে খুনের পর তার বাবাকে মেরে বিহারের রেল স্টেশনে আত্মঘাতী যুবক !

প্রেমিকাকে খুনের পর তার বাবাকে মেরে বিহারের রেল স্টেশনে আত্মঘাতী যুবক !

 

পরপর ৩টি গুলিতে একসঙ্গে ৩ জনের মৃত্যু হল অকুস্থলে। ঘটনাস্থল ভারতের বিহারের আরা রেল স্টেশন। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় ব‍্যস্ত স্টেশনে এই ঘটনায় আতংকিত যাত্রীরা। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম জিয়া কুমারী (১৬)। গুলিতে মৃত্যু হয়েছে তাঁর বাবা অনিল সিনহার। তারপর যিনি গুলি করেছিলেন, সেই যুবক নিজেকেও শেষ করেছেন। তাঁর নাম আমন কুমার (২৪)। মনে করা হচ্ছে, নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্কের জটিলতা থেকে এই  খুনোখুনি এবং  আত্মহত্যার ঘটনা। মঙ্গলবার  (২৫ মার্চ) সন্ধ‍্যায় আরা রেলস্টেশনের ২ এবং ৩ প্ল‍্যাটফর্মের মাঝে ফুটব্রিজে দাঁড়িয়ে ছিলেন বাবা এবং মেয়ে। আচমকা মেয়ের দিকে একটি গুলি ধেয়ে আসে। বাবা সেটা ষ না বুঝতেই গুলিবিদ্ধ হন।হুলস্থুল শুরু হয় স্টেশন চত্বরে। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন যাত্রীরা।  ঠিক তখনই  তৃতীয় গুলিটি চলে। তাতে আততায়ীর মৃত্যু হয়। অল্প দূরত্বের ব‍্যবধানে ৩ জনের দেহ পড়ে ছিল। রক্তে ভেসে যায় চারপাশ। ভোজপুর জেলার পুলিশ সুপার  রাজ জানান, কিশোরীর সঙ্গে সম্ভবত সম্পর্ক ছিল যুবকের। সেই সম্পর্কে অবনতির কারণে এই হামলা বলে মনে করা হচ্ছে। তবে তদন্ত চলছে। প্রত‍্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ঠিক কি কারণে, এই ঘটনা তার তদন্ত চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn