রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

প্রায় ‌শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলো মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন

প্রায় ‌শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলো মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন

 

বাংলাদেশের প্রতিটি সুস্থ সবল ও রক্তদানে উপযুক্ত ব্যক্তিকে রক্তদানের জন্য মানসিকভাবে প্রস্তুত করার লক্ষ্য নিয়ে ২৪শে অক্টোবর ফরিদপুর জেলার মধুখালি উপজেলায় অনুষ্ঠিত হলো “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এর ২১তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন”এর ফরিদপুরের মধুখালি উপজেলা শাখার উদ্যোগে, মধুখালি উপজেলার কামারখালিতে অবস্থিত “সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রি কলেজে” প্রায় শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

“মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” ফরিদপুর জেলার প্রতিটি উপজেলায় সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তাদের অন্যতম একটি উদ্দেশ্য হলো স্বেচ্ছায় রক্তদান। আজকের রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি ছিল সংগঠনটির ২১তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইন।

বাংলাদেশের প্রতিটি সুস্থ সবল ও রক্তদানে উপযুক্ত ব্যক্তিকে রক্তদানের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে, সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করে থাকে। আজ নিজের রক্তের গ্রুপ নির্ণয়কারী একজন ছাত্র জানান, নিজের রক্তের গ্রুপ জানতে পেরে খুবই ভালো লাগছে। এইজন্য “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন”এর মধুখালি উপজেলা শাখাকে ধন্যবাদ জানাচ্ছি। “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এর মধুখালি উপজেলা শাখার সভাপতি “মোঃ ইলিয়াস মুন্সী” বলেন, “মধুখালি উপজেলার প্রতিটি ঘরে ঘরে রক্তদাতা তৈরি করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।” “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক “মোঃ মিরাজ হোসাইন” বলেন, “রক্তের অভাবে যেন আর একটি প্রানও না ঝরে পড়ে”, এই প্রত্যয় নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।

রক্তের গ্রুপ নির্ণয় করতে “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মিরাজ হোসাইন, মোঃ ইলিয়াস মুন্সী, মোঃ মেহেদী হাসান, কারিমা খাতুন, মারিয়া বৃষ্টি, মোঃ রবিন মিয়া, মাহী আল রাফি, মোঃ স্বাধীন মোল্লা, রায়হান সরদার সহ আরও অনেকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn