শনিবার - ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রাথমিকে ‘দেশসেরা’ এসএমসি সভাপতি অহিদ সিরাজ চৌধুরী

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২২’ পাচ্ছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি অহিদ সিরাজ চৌধুরী স্বপন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সদর ইউনিয়নের করাইয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। শ্রেষ্ঠ এসএমসি সভাপতি ক্যাটাগরিতে তাঁকে পুরস্কৃত করা হচ্ছে।
আগামী রবিবার ১২ মার্চ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ সম্মননা গ্রহণ করবেন।
অহিদ সিরাজ চৌধুরী স্বপন করাইয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের নানান কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ শিক্ষার গুণগত মানোন্নয়ন, শতভাগ পাশ ও বিদ্যালয়ের উপস্থিতি সন্তোষজনক পর্যায়ে নিয়ে যান। এছাড়া বিদ্যালয়ে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলেন।
ব্যবসায়িক সংগঠনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সামাজিক কর্মকা-ে ব্যাপক ভূমিকা রাখছেন তিনি। করাইয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও চট্টগ্রামের আগ্রাবাদ মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
এছাড়া তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন কমিউনিটি পুলিশের সদস্য সচিব, চিটাগং মেট্রোপলিটন সপ অনার্স এসোসিয়েশনর সভাপতি, সাতকানিয়া সমিতি- চট্টগ্রাম আহ্বায়ক ও জয় নিউজ-এর সম্পাদক-প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn