বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

প্রশ্ন ফাঁস: ডা. তারিমকে স্বাচিপের পদ থেকে অব্যাহতি

সারা দেশের আলোচিত মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের হাতে গ্রেপ্তার ডা. ইউনুস-উজ্জামান খান তারিমকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাচিপের সদস্য পদ সাময়িক স্থগিত করা হয়েছে।
২৩ আগস্ট বুধবার রাতে খুলনা জেলা স্বাচিপের সভাপতি ডা. এস এম সামছুল আহসান মাসুম ও সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ আগস্ট খুলনার থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মালিক ডা. মো. ইউনুস-উজজামান তারিম মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকার সিআইডি’র একটি টিম কর্তৃক গ্রেপ্তার করায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। উক্ত বিষয়টি বিভিন্ন মিডিয়ায় জানার পর বুধবার দুপুরে স্থানীয় বিএমএ ভবনে স্বাচিপ খুলনা জেলা শাখার এক জরুরি কার্যকরি পরিষদ সভা আহ্বান করে। এ ধরনের ঘটনায় স্বাচিপ খুলনা জেলা শাখা বিব্রতবোধ করছে। ঘটনাটি একান্তই তার ব্যক্তিগত এবং এর দায়ভার কোনোভাবেই সংগঠন বহন করবে না।
এতে আরও বলা হয়, উক্ত সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ডা. ইউনুস-উজ্জামান খান তারিমকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদ ও সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতির বিষয়টি কেন্দ্রীয় স্বাচিপকে অবহিত করা হয়েছে।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৪ আগস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা খুলনার থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মালিক ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. ইউনুস-উজজামান তারিমকে গ্রেপ্তার করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn