শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করলো নুর কম্পিউটার ট্রেনিং সেন্টার

দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরির লক্ষে প্রতিষ্ঠিত ফটিকছড়ির অন্যতম আইটি প্রতিষ্ঠান নুর কম্পিউটার ট্রেনিং সেন্টার কর্তৃক কম্পিউটারের বিভিন্ন কোর্সের ওপর প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

২০ মে শনিবার উপজেলা সদরে অবস্থিত বাসমতি রেস্টুরেন্টে এই সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এইচ এম সাইফু্দ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পঞ্চবটি চা বাগানের পরিচালক ও শিল্পপতি মোহাম্মদ মহিউদ্দিন নাছির। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, প্রধান আলোচক হিসেবে ছিলেন নুর মেধা বৃত্তি বোর্ডের চেয়ারম্যান এম রায়হানুল আনোয়ার রাহী, বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমাচার বাংলাদের’র বিশেষ প্রতিনিধি আব্দুল কাদের চৌধুরী,নুর মেধাবৃত্তি বোর্ডের সাবেক শিক্ষা সচিব মুহসিন মোহাম্মদ রাকিব, তরুণ লেখক এম হোসাইন, সাংবাদিক শাহনেওয়াজ, রায়হান উদ্দীন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সনদ বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিশাল জনগোষ্ঠী তরুণ সমাজকে প্রযুক্তির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে এই বিশাল তরুণ সমাজ দেশের বোঝা না হয়ে প্রকৃত মানবসম্পদে রুপান্তরিত হবে। তাহলে দেশ ও জাতির উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হবে৷ এক্ষেত্রে তরুণদের আত্মবিশ্বাসের সহিত এগিয়ে যাওয়ার জন্য এবং নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

আদিল আরফাতের সঞ্চালনায় আলোচনা সভার পরবর্তী উপস্থিত প্রশিক্ষিত শিক্ষার্থীদের নিকট সনদ তুলে দেওয়া হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn