শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

প্রশাসনে আবারও রদবদল

প্রশাসনে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ(বিসিএসআইআর) ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান পদে দুই কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
পৃথক আদেশে একজন কর্মকর্তাকে উপ সচিব থেকে একজনকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পৃথক আদেশে আটজন উপসচিবের দপ্তর বদল করা হয়েছে। এছাড়া সিনিয়র সহকারী সচিব পর্যায়ের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
পৃথক আদেশে একজন কর্মকর্তাকে উপ সচিব থেকে একজনকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পৃথক আদেশে আটজন উপসচিবের দপ্তর বদল করা হয়েছে। এছাড়াও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
জারি করা আদেশে অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখকে পূর্বের নিয়োগের ধারাবাহিকতা ও শর্তে পরবর্তী তিন বছরের জন্য বিসিএসআইআর এর চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক আদেশে পূর্বের নিয়োগের ধারবাহিকতা ও শর্তে পরবর্তী দুই বছরের জন্য বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ পেয়েছেন আখতার জাহান।
পৃথক আদেশে উপ সচিব রোকসানা তারান্নুমকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে ওএসডি করা হয়েছে।
পৃথক আদেশে পরিকল্পণা বিভাগের উপসচিব শীলাব্রত কর্মকারকে পরিচালক হিসেবে রাজউকে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব মো. মিজানুর রহমানকে অতিরিক্ত পরিচালক হিসেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে, চট্রগ্রাম সিটি করপোরেশনের সচিব হিসেবে যোগদানকৃত কাজী শহিদুল ইসলামকে কমার্শিয়াল ম্যানেজার হিসেবে চট্রগ্রাম সিটি করপোরেশন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত ফাতিমা-তুজ-জোহরা ঠাকুরকে স্বাস্থ্য সেবা বিভাগে, সরকারি যানবাহন অধিদপ্তরের ম্যানেজার মো. শরিফুজ্জামানকে অভ্যন্তরীণ বিভাগে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত মো. যুবায়েরকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং ওএসডি উপসচিব মালেকা পারভীনকে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্তি দেওয়া হয়েছে।
পৃথক আদেশে গত ১৯ জুন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব রতন কুমার মন্ডলকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে করা বদলীর আদেশ বাতিল করা হয়েছে।
পৃথক আদেশে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনিচুর রহমানকে স্থানীয় সরকার বিভাগে, ফেনী পশুরাম উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগমকে সিনিয়র সহকারী প্রধান হিসেবে পরিকল্পনা বিভাগে এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn