মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

প্রয়াত মলিন বিহারি বড়ুয়া’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্ট পরিষ্কারসহ সংঘদান

অদ্য ১৭ মার্চ ২০২৩ইং চন্দনাইশ থানাধীন ঐতিহ্যঋদ্ধ বৌদ্ধ পল্লী কাঞ্চনগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও কাঞ্চনগর কনকারাম বিহারের উপদেষ্টা ও ধর্মপ্রাণ উপাসক প্রয়াত মলিন বিহারি বড়ুয়া’র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ও বিরেন্দ্র লাল বড়ুয়া, সতীশ চন্দ্র বড়ুয়া,ললিত মোহন বড়ুয়া এবং ঠাকুরমা প্রয়াতা সুজাত ও বিন্দু বালা বড়ুয়া’র সহ পরপারগত সকল জ্ঞাতীগনের স্বরণে পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় অষ্টপরিস্কার সহ সংঘদান ও জ্ঞাতীভোজনের পুণ্যদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামিজুরি সুমনাচার বিদর্শনারাম বিহারের অধ্যক্ষ শীলরক্ষিত মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ শরনসেন মহাস্থবির, বিশেষ অতিথি ছিলেন ফতেনগর উত্তর সুনীতি বিহারের অধ্যক্ষ দেবানন্দ মহাথেরো, ফতেনগর পূর্ব সুনীতি বিহারের অধ্যক্ষ সোমানন্দ মহাথেরো, মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারের উপাধ্যক্ষ সংঘরতœ মহাথেরো, জোয়ারা খানখানাবাদ ভাবনারামের অধ্যক্ষ ধর্মানন্দ মহাথেরো, চন্দনাইশ ভিক্ষু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর হাশিমপুর বনবিহারের নবরুপকার অধ্যক্ষ প্রজ্ঞানন্দ থেরো, চন্দনাইশ ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক ধর্মদূত ড. সুমনপ্রিয় থেরো, ফতেনগর সার্বজনীন বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শরনানন্দ থেরো, সীতাকু- পন্থিশীলা সার্বজনীন শশ্মান বিহারের অধ্যক্ষ সুভদ্রজ্যোতি থেরো, সম্মাদিট্ঠী ফরেস্ট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ মৈত্রীপাল থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে.বি.এস আনন্দবোধি থেরো, ধুমারপাড়া সংঘরতœ বিহারের অধ্যক্ষ তিষ্যংকর থেরো, চন্দ্রবোধি থেরো, রতনানন্দ থেরো, উক্ত মহতী পুণ্যানুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন কাঞ্চননগর কনকারাম বিহারের অধ্যক্ষ লোকরতœ থেরো, সুমেধানন্দ ভিক্ষু, জয়সেন ভিক্ষু, রূপানন্দ ভিক্ষু, সোমানন্দ ভিক্ষুসহ আরো ভিক্ষু, শ্রামণ উপাসক উপাসিকা জ্ঞাতী স্বজন উপস্থিত থেকে এই মহতি সংঘদান দানোময় অনুষ্ঠান সুন্দর সুচারুভাবে সুসম্পন্ন হয়। এতে পঞ্চশীল প্রার্থনা করেন অধীপ বড়–য়া। কাঞ্চননগর কনকারাম বিহারে নিচতলায় টাইলস্ দান করে অর্চনা বড়–য়া ও তার স্বামী। তাদেরকে কৃতজ্ঞতা স্বরূপ ক্রেস্টের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। পুণ্য দানের মাধ্যমে অনুষ্ঠান শেষে সকলে মধ্যাহ্ন গ্রহণ করেন। বক্তারা বলেন, মলিন বিহারী বড়–য়া খুবই পূণ্যবান ও ধার্মিক পুরুষ ছিলেন। একই তারিখে তিনি জন্ম ও মৃত্যুবরণ করেন যা- তিনি মৃত্যুর পূর্বেই উল্লেখ করে গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn