শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রয়াত বাবুল কান্তি বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান সম্পন্ন

 

ফটিকছড়ি থানাধীন নানুপুর নিবাসী আছদগঞ্জ শুটকি ব্যবসায়ী সমিতির বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত হরকিশোর বড়ুয়া’র সুযোগ্য সন্তান আছদগঞ্জ শুটকি ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের দাতা সদস্য ও সুধুর প্রবাস ইউএসএ স্কলার নিয়ে অবস্থানরত সাগর বড়ুয়া এর পরম শ্রদ্ধেয় ব্রহ্মতুল্য পিতা বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত বাবুল কান্তি বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান ও জ্ঞাতী ভোজনের আয়োজন করা হয়েছে।

আজ ১৯ মে সকালে নগরীর খান কমিউনিটি সেন্টার অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বুদ্ধ পন্ডিত, লেখক, গবেষক, প্রাবন্ধিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি মহাথেরো।
প্রধান অতিথি ছিলেন আগ্রবাদস্থ বিশ্ব মৈত্রী বৌদ্ধ বিহার ও কর্ণফুলী থানাস্থ শাহামিরপুর জুনদা বড়গাঁং বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক বিজয়ানন্দ মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ফটিকছড়ি ছিলোনিয়া জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রিয়বোধি থেরো, অনুষ্ঠান উদ্ধোধন করেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক এবং দৈনিক আনন্দবার্তা সম্পাদক, জে. বি. এস আনন্দবোধি থেরো।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক নন্দবোধি ভিক্ষ,সুমনবোধি ভিক্ষু আর্যবোধি ভিক্ষু প্রমুখ।পরে সকলে প্রয়াত বাবুল কান্তি বড়ুয়া স্মরণে পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করেন এবং মধ্যান্য ভোজন গ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn