সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

প্রয়াত পন্ডিত সমীর আচার্য্যের অন্ত্যেষ্ঠিক্রিয়ায় সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ

বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পÐিত সমীর আচার্য্য দুরারোগ্য রোগে গত ২৫ জুন ২০২৩খ্রি. পরলোকগমন করেন। তাহার অন্ত্যেষ্টিক্রিয়া ৫ জুলাই ২০২৩খ্রি. নিজ বাসভবন চান্দগাঁও থানার অন্তর্গত কুয়াইশ গ্রামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তাঁহার একমাত্র পুত্র শ্রীকান্ত আচার্য্য ও স্ত্রী নেলী আচার্য্যকে সংগঠনের পক্ষ হতে দশ হাজার টাকা দক্ষিণা প্রদান করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ হইতে সভাপতি অধ্যক্ষ এ.আর. আচার্য্য উক্ত টাকা প্রদান করেন এবং সকলে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ আলোচনা ও ধর্মীয় সংগীত পরিবেশন করেন সংগঠনের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পী তপন নয়ন আচার্য্য। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন ড. মাধব আচার্য্য, নির্বাহী সভাপতি বরুণ কুমার আচার্য, পন্ডিত সলিল আচার্য্য, কার্তিক কুমার আচার্য, শয়ন আচার্য্য, রাজু আচার্য্য, তরুণ কুমার আচার্য্য, কুশমিশ্র, জয় আচার্য্য, টিটু আচার্য্য প্রমূখ। প্রয়াত সমীর আচার্য্যরে আত্মার শান্তি কামনায় আলোচনা করা হয়। তিনি ছিলেন বিশিষ্ট সংগঠক, সমাজকর্মী ও সর্বস্তরের মানুষের প্রিয়ব্যাক্তি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn