রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

প্রয়াত দীলিপ বড়ুয়া ও পরপারগত সকল জ্ঞাতীগনের স্মরণে অষ্টপরিস্কারসহ সংঘদান

সাতকানিয়া লোহাগাড়া উপজেলাধীন প্রয়াত পুলিন বিহারী বড়ুয়া সহধর্মিণী পরিবার পরিকল্পনায় কর্মকর্তা শ্রীমতি অনিমা বড়ুয়া’র পুত্র রতন বড়ুয়া’র পরিবার কর্তৃক আয়োজিত ব্রাহ্মতুল্য পিতা প্রয়াত পুলিন বিহারী বড়ুয়া তৎ বড় পুত্র প্রয়াত দীলিপ বড়ুয়া ও পরপারগত সকল জ্ঞাতীগনের স্মরণে অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বড়হাতিয়া বোধিনিকেতন বিহারের সভাপতি ও অধ্যক্ষ সুদেশক শুদ্ধানন্দ মহাথেরো,প্রধান অতিথি ছিলেন পণ্ডিত প্রজ্ঞাতিষ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্স ও ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লোকপ্রিয় মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বাগ্মীশ্বর ড. দীপস্কর থেরো,বিশেষ সদ্ধর্মদেশক আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে বি এস আনন্দবোধি থের, জ্ঞানবোধি ভিক্ষু প্রমুখ।

সংঘদানে প্রয়াত পরিবারের জ্ঞাতীস্বজন ও পুণ্যর্থীবৃন্দা পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn