রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

প্রয়াত অরুণ কান্তি বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া ও দিশু বড়ুয়া’র ষাণ্মাসিক অষ্টপরিস্কারসহ সংঘদান সম্পন্ন

চন্দনাইশ উপজেলাধীন উত্তর হাসিমপুর বন বিহারের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত অরুণ কান্তি বড়ুয়া’র সাপ্তাহিক ক্রিয়া ও তৎ পুত্র দিশু বড়ুয়া’র ষান্মাসিক ক্রিয়া উপলক্ষ্যে আয়োজিত ‘অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান’ আজ ১৬ মার্চ ২০২৩ খ্রি:, বৃহস্পতিবার, তাদের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফতেনগর উত্তর সুনীতি বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবানন্দ মহাথেরো, প্রধান অতিথি ছিলেন ফতেনগর পূর্ব সুনীতি বিহারের অধ্যক্ষ ভদন্ত সোমানন্দ মহাথেরো, বিশেষ অতিথি ছিলেন জোয়ারা খানখানাবাদ ভাবনানন্দ আরামের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথেরো প্রমূখ, মহান পূজনীয় ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন। উক্ত মহতী পুণ্যানুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক ও উত্তর হাসিমপুর বন বিহারের নবরূপকার অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ থেরো, মূল্যবান সদ্ধর্মদেশনা প্রদান করে পুণ্যদান করেন ফতেনগর সার্বজনীন বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শরনানন্দ থেরো, জোয়ারা পঞ্চরত্ন বিহারের অধ্যক্ষ বুদ্ধপাল থেরো, জামিজুরি সার্বজনীন গৌতম বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিমিত্র থেরো, সম্মাদিট্ঠী ফরেস্ট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ মৈত্রীপাল থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে.বি.এস আনন্দবোধি থেরো, কাঞ্চননগর কনকারাম বিহারের অধ্যক্ষ লোকরত্ন থেরো, সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ তিষ্যমিত্র ভিক্ষু, প্রয়াতের পরম স্বজন সংঘ সদস্য শীলরক্ষিত ভিক্ষু। এছাড়াও সর্ব ভদন্ত বিনয়মিত্র ভিক্ষু, সুমনাবংশ ভিক্ষু, আরক্ষামিত্র ভিক্ষু, অভয়মিত্র ভিক্ষুসহ মহান পূজনীয় ভিক্ষু-শ্রামণ সংঘের সুন্দর উপস্থিতিতে উক্ত মহতী অষ্ট উপকরণ সমেত সংঘদানানুষ্ঠান সুন্দর সুচারুভাবে সুসম্পন্ন হয়। অনুষ্ঠানে সদ্ধর্মদেশনায বলেন ছয় মাস পূর্বে প্রয়াতার দ্বিতীয় পুত্র দিশু বড়ুয়া’র আকস্মিক ভাবে মৃত্যু বরণ করেন। সংঘদানে প্রয়াত’গণের পারলৌকিক সদ্গতি ও সুখ-শান্তি কামনায় পুণ্যদান করে, উপস্থিত উপাসক-উপাসিকাসহ স্বজনগণ সকলে মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn