শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

প্রবীন আওয়ামী লীগ নেতা জহির আহমদ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের শোক

প্রবীন আওয়ামী লীগ নেতা জহির আহমদ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের শোক

 

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পোমরা ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ জহির আহমদ চৌধুরী (৯৩) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে— রাজিউন)।

শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রবীন এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ট সৈনিক, আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি জহির আহমদ চৌধুরীর মৃত্যুতে শোকাহত ড. হাছান মাহমুদ প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাঙ্গুনিয়ার সন্তান ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী আলহাজ¦ জহির আহমদ চৌধুরী এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন। তিনি নিজ উদ্যোগে বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্টাসহ এলাকায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতাষ্ঠন গড়ে তুলতে অগ্রণী ভুমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ নেতাকে হারালো। দলের যে কোন দুর্যোগ সময়ে তিনি নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন। তার অবদান রাঙ্গুনিয়াবাসী শ্রদ্ধাভরে স্মরণ করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn