শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রফেসর ড. মো. তাজুল ইসলামকে চুয়েট শিক্ষক সমিতির বিদায় সংবর্ধনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির উদ্যোগে যন্ত্রকৌশল বিভাগের জ্যৈষ্ঠ শিক্ষক প্রফেসর ড. মো. তাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ২৫শে জুন (রবিবার) ২০২৩ খ্রি. বেলা ১১:০০ ঘটিকায় বিশ^বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে গেস্ট অব অনার ও সংবর্ধেয় অতিথি ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বশির জিসান। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গণিত বিভাগের অধ্যাপক ড. আশুতোষ সাহা, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. বদিউস সালাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল বিভাগের মো. আব্দুর রহমান ভূঁইয়া, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার রায়, ইইই বিভাগের অধ্যাপক ড. নীপু কুমার দাশ, যন্ত্রকৌশল অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ, স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক জনাব কানু কুমার দাশ, পিএমই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক ড. মেহেদী হাসান চৌধুরী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn