শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

প্রধান উপদেষ্টার সাথে আয়নাঘর পরিদর্শন করে এসেছি, শীঘ্রই নির্যাতনের বিচার হবে- হুম্মাম কাদের

প্রধান উপদেষ্টার সাথে আয়নাঘর পরিদর্শন করে এসেছি, শীঘ্রই নির্যাতনের বিচার হবে- হুম্মাম কাদের

বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, “আমাকে বন্দী রাখা আয়নাঘর দেখে এসেছি,বর্তমান সরকার প্রধান ড. ইউনুস সাহেবের সাথে পরিদর্শনে যাওয়ার সুযোগ হয়েছে আমার। যেখানে আমাকে এক মাস আটকে রাখা হয়েছে। আশাকরি, এই অন্যায়ের দ্রুত বিচারিক কার্যক্রম শুরু হবে। যারা আমার পরিবারকে অত্যাচার করেছিলো, তাদের বিচার শীঘ্রই শুরু হবে।”

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড গোদারপাড় দরবেশ হাটে আবদুল লতিফ প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট আমলে শিক্ষার্থীদের হাতে কলমের বদলে মাদক তুলে দিয়েছিল, খুন, মাদক, সন্ত্রাসী অরাজকতার ফলে দেশের আইন শৃঙ্খলা অবনতি হয়েছিল। কিন্তু আজ দেশের সার্বিক উন্নয়ন হয়েছে অভিভাবকরা আপনাদের সন্তানদের লেখাপড়া করে মানুষ গড়ার জন্য সচেষ্ট হবেন।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন তালুকদার বলেন, মাদকের কবলে থেকে মুক্ত করে জাতিকে আলোর মুখ দেখাতে শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। আজিবন এলাকার জন্য সেবা করার অঙ্গীকার করেন।

উদ্বোধক ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি। বিদ্যালয়ের জমিদাতা ও সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, বিদ্যালয়ের উপদেষ্টা খালেদ বিন আবদুল কাদের বাচ্চু, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি পিয়ারুল আলম তালুকদার, বিদ্যালয়ের সচিব মাস্টার হারুনুর রশিদ, মাওলানা আবু সৈয়দ, ওয়ার্ড বিএনপি’র সভাপতি এম এ বেলাল, বিএনপি নেতা আব্দুল মান্নান কোম্পানি, আব্দুল আলিম,জসিম উদ্দিন, সৈয়দ মিয়া তালুকদার, নাসের আহমদ, ফরিদ আহমদ, প্রমুখ।

আলোচনার আগে বিদ্যালয়টির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিরা। জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

উল্লেখ্য, এই গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। বিশাল জনগোষ্টির এই এলাকার শিক্ষার্থীরা নদী পার হয়ে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে আসছিলেন। বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে তাদের স্কুলে যাতায়াত বন্ধ হয়ে যেতো। অবশেষে এই এলাকায় নতুন স্কুল প্রতিষ্টা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

গ্রামীন পিছিয়ে পরা জনগোষ্ঠীর শিক্ষার চাহিদা মেঠানোর লক্ষে পাহাড়- নদী তীরবর্ত্তী প্রাথমিক শিক্ষাকে তৃণমূল পর্যায়ে পৌছিয়ে দেয়ার লক্ষে এম এ লতিফ ফাউন্ডেশনের অর্থায়নে নিজাম উদ্দিন তালুকদারের পরিচালনায় নিজস্ব ভূমি ও অবকাঠামোর উপর নব নির্মিত আবদুল লতিফ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn