রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

প্রদেপ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে, মেদিনীপুর জেলার কোলাঘাটে, প্রতিবাদ মিছিল

প্রদেপ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে, মেদিনীপুর জেলার কোলাঘাটে, প্রতিবাদ মিছিল

 

আজ ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার, প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে ,প্রদেশ কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, কোলাঘাট ব্লক কংগ্রেসের পক্ষ হইতে, কোলাঘাট ব্লক কংগ্রেসের সভাপতি সমীর হোসেনের নেতৃত্বে রাজ্য জুড়ে জমি মাফিয়া রাজ, সরকারি জমি দখলের দুর্নীতির বিরুদ্ধে, নামে বেনামে কেনাবেচা , জাল রেকর্ড এর প্রতিবাদে প্রায় ২ কিলোমিটার প্রতিবাদ মিছিল করলেন, প্রায় আড়াইশো জনেরও বেশি কর্মীরা উপস্থিত ছিলেন এই প্রতিবাদ মিছিলে।

কোলাঘাট বি এল এন্ড এল আর ও সামনে বিক্ষোভ কর্মসূচী প্রায় দু’ঘণ্টা ধরে চলে, এই বিক্ষোভ কর্মসূচীর শেষে কোলাঘাট বি এল এন্ড এল আর ও ভারপ্রাপ্ত আধিকারিক এর কাছে স্মারকলিপি প্রদান করেন কোলাঘাট ব্লক কংগ্রেসের সভাপতি সমীর হোসেন মহাশয়।

কোলাঘাট বাসির স্বার্থে আমাদের দাবী…

অবৈধ বালি মাফিয়াদের ও অবৈধ বালি পাচারে জড়িত দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে এফ আই আর করে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বেআইনিভাবে জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন বন্ধ করতে হবে।

সরকারি খাস জমির বেচাকেনা ও দখলদারি বন্ধ ও দালাল চক্রদের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত আইনি নি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কোলাঘাট বাসির স্বার্থে ও বিপদগ্রস্ত রূপনারায়ণ নদীর বাঁধ রক্ষার্থে, রূপনারায়ণ নদীর গর্ভ থেকে প্রতিদিন অবৈধভাবে লক্ষ্য লক্ষ্য কিউবি রৌপ্যা বালি তোলা এবং বালি মাফিয়া রাজ বন্ধ করতে হবে।

এই সকল অভিযোগের ভিত্তিতে আমরা আজ অধিকারীকের নিকট তারক লিপি জমা দিলাম। যাহাতে আইনি ব্যবস্থা গ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn