চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর পবিত্র মাহে রমজানে প্রতিবন্ধী সংগঠন ডি.ডি.আর.সি ও রাইট কে ইফতার ও সেহেরী সামগ্রী দিয়ে থাকি। জিয়াউর রহমান ফাউন্ডেশন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে গড়া সংগঠন। এ সংগঠন প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রতিটি জেলায় জেলায় অসহায়, দরিদ্র, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে এই সংগঠন কাজ করে যাচ্ছে।
তিনি আজ, ৯ এপ্রিল, রবিবার, দুপুরে, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ডি.ডি.আর.সি ও রাইট প্রতিবন্ধী সংগঠনের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন,প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। সঠিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারলে তারা স্বনির্ভর হবে। শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের কর্মসূচি বাস্তবায়নে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান জিয়া রহমান ফাউন্ডেশন এর মাধ্যমে জেলায় জেলায় হাঁস-মুরগি পালন, সবজি বাগান, ছাগল পালন,হস্তশিল্প বিভিন্ন আত্মনির্ভরশীল কার্যক্রম গুলো গ্রহণ করেছিলেন। আজ এই সকল কর্মসূচি গুলো গ্রামে গঞ্জে আর নেই। আছে এখন সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট, দুর্নীতি ও দুঃশাসন।
ডি.ডি.আর.সি ও রাইট প্রতিবন্ধী সংগঠনকে ধন্যবাদ জানান তারা প্রতিবন্ধীদের নিয়ে আত্মনির্ভরশীলমূলক কাজ করার জন্য।
সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান প্রতিবন্ধী, অসহায়, দরিদ্রদের সাহায্যে আত্ম মানবতার সেবায় এগিয়ে আসুন ।
ডি.ডি. আর.সি ও রাইট প্রতিবন্ধী সংগঠনের মাঝে ইফতার ও সেহরী সামগ বিতরণ অনুষ্ঠান সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে নগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সহ-সভাপতি মোঃ শাহেদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মনজুরুল আজিম সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ আহমদ উজ্জল, নগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপন, এ,কে, এম পেয়ারু, সদস্য জাকির হোসেন, নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন,সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-সম্পাদক জাফর আহমদ খোকন, আতিকুর রহমান, মহিউদ্দিন মুকুল, আসাদুর রহমান রুবেল, মোঃ হাসান, আকবর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।