রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়: মেয়র ডা. শাহাদাত

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়: মেয়র ডা. শাহাদাত

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।”

শুক্রবার (২১ মার্চ) লালদিঘী চসিক পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিবন্ধী ও রিক্সা শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরজাহান বেগম, আর সঞ্চালনায় ছিলেন মারুফুল ইসলাম চৌধুরী ও জিয়াউর রহমান জিয়া। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এই পবিত্র রমজানে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের প্রতি আমি আহ্বান জানাই, তারা যেন এসব মানুষের সাহায্যে এগিয়ে আসেন।”

তিনি আরও বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দরিদ্র ও দুস্থদের সহায়তায় আমরা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ চট্টগ্রাম গড়তে চাই।”

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, ডা. সরোয়ার আলম, নুর নাহার, নুর হোসেন নুরু, আবদুল বাতেন, জসিম মিয়া, দিদারুল ইসলাম দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn