রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রতিটি মা তার সন্তানের কাছে জগতের শ্রেষ্ঠ মানুষ

দেশচিন্তা আয়োজনে বিশ্ব মা দিবসের আলোচনায় বক্তারা বলেন
প্রতিটি মা তার সন্তানের কাছে জগতের শ্রেষ্ঠ মানুষ

দেশচিন্তা আয়োজনে বিশ্ব মা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৮ মে চট্টগ্রাম একাডমীর ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা ভানু রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর গেরিলা মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনবিদ এড. বাসন্তী প্রভা পালিত। উদ্ভোধক ছিলেন জেলা শিল্পকলা একাডমী চট্টগ্রামের যুগ্ম সম্পাদক সঙ্গীত ও আবৃত্তি শিল্পী হাসান জাহাঙ্গীর। জনন্দিত উপস্থাপিকা দিলরুবা খানমের সঞ্চালনায় ও দেশচিন্তা সম্পাদক ইমরান সোহেলের সার্বিক তত্বাবধানে সংবর্ধিত “আলোকিত মা” হলেন সমাজসেবী মরহুম জোহরা বেগম (মরণোত্তর), শিক্ষাবিদ পূরবী বড়ুয়া, সমাজসেবী বালা রানী দত্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি মাদল বড়ুয়া, চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম মিল্টন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক পরিমল দত্ত। বক্তব্য রাখেন নারীনেত্রী সারাহ্ চাকমা, আলোকচিত্রী ওচমান জাহাঙ্গীর, আব্দুল্লাহ মজুমদার, নাসির হোসাইন জীবন, সজল দাশ, আসিফ ইকবাল প্রমুখ। অনুষ্ঠান শেষে নাচ, গান আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মা দিবস ছিলেন ১৪ মে প্রাকৃতিক দূর্যোগের কারণে ১৮ মে অনুষ্ঠিত হলো। বক্তারা বলেন, প্রতিটি মা তার সন্তানের কাছে জগতের শ্রেষ্ঠ আশ্রয়―সেরা মানুষ। পৃথিবীতে কুসন্তান থাকলেও কু-মাতা একজনও নেই। শুধু এই সমাজ নয় প্রতিটি ধর্মও মাকে দিয়েছে অনন্য সম্মান। মাতৃত্ব নারীর অহংকার। কিন্তু মায়েরা নারী হওয়ার কারণে আজ নিগৃহীত বঞ্চিত লাঞ্ছিত। পুরুষতান্ত্রিক সমাজে শ্রেষ্ঠ শহিদের নাম মা।
অথচ এই মায়ের কত যে ক্ষমতা তা সহজে বুঝিয়ে নেপোলিয়ন বলেছিলেন ‘’তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো’’।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn