প্রতিটি ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আলাউদ্দিন শিকদার। তিনি বলেন, নিজেদের ব্যক্তিত্ব দিয়ে সমাজের প্রতিটি ঘরে ঘরে সবার কাছে কালিমার দাওয়াত পৌঁছে দিতে হবে। যে দাওয়াত দিয়ে সফল হয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.)।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে সন্দ্বীপ উপজেলা জামায়াতের আয়োজিত ইউনিয়ন দ্বায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
আলাউদ্দিন শিকদার বলেন, রাসুলের আদর্শে আদর্শিত হয়ে পরিবার ও সমাজের সর্বসাধারনের মাঝে এ দাওয়াত পৌছানোর দ্বায়িত্ব জামায়াতের সকল দ্বায়িত্বশীলদেরকে নিতে হবে।
উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে থানা সহ সেক্রেটারী মাওলানা এ.এস এম হালিম উল্যাহর সঞ্চালনায় সমাবেশে দারসুল কোরআন পেশ করেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার কর্ম ও শুরা সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল মাওলা, উপজেলা সেক্রেটারি আবু তাহের প্রমুখ।
এনবি/এসআই