বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রতারণার মাধ্যমে বন্ধকী জমি বিক্রি, কারাগারে নারী

প্রতারণার মাধ্যমে বন্ধকী জমি বিক্রি, কারাগারে নারী

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতারনার মাধ্যমে বন্ধকী জমি বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় শুক্রবার রাতে এক নারীকে গ্রেপ্তারের পর থানা থেকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম নূসরাত জাহান রিয়া।

বাদি পক্ষের সাথে কথা বলে জানা যায় , উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফুলখারকান্দি গ্রামের আয়ূব আলীর ছেলে মো. আনোয়ার হোসেন তার মালিকানাধীন নাসিরনগর উপজেলাধীন মহিন্দুরা মৌজার আর ও আর ৭০ দাগের বি,এস ১৩১ দাগে ১০ শতক জমিটি ব্যাংকে বন্ধক রাখেন।
“বন্ধকের বিষয়টি গোপন করেই জমিটি আট লক্ষ টাকায় বাদির কাছে বিক্রি করেন।বাদি সেখানে সিম সীমানা স্থাপন করেন। পরে ব্যাংক কতৃর্পক্ষ বন্ধকী বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিলে বাদি পক্ষ বিষয়টি জানতে পারেন।”
এরপর জমির ক্রেতা উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহিতুরা গ্রামের মৃত ফয়েজ আহমেদের ছেলে পারভেজ মুশাররফ বাদি হয়ে গত ২১/১০/২০২৪ ইং তারিখে ‘প্রতারণার অভিযোগে’ আনোয়ার হোসেন, তার স্ত্রী নূসরাত জাহান রিয়া ও পিতা আয়ূব আলীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে একটি মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত ৪০৬/৪২০ ধারায় মামলাটি আমলে নিয়ে আসামীগণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। নাসিরনগর থানার এস আই মো. কুদ্দুস মিয়া ওয়ারেন্টমূলে শুক্রবার রাতে ওই মামলার ২ নং আসামি নূসরাত জাহান রিয়াকে উপজেলা সদরের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ওই মামলার পরিচালনার দায়িত্বে থাকা আইনজীবী মো. এমদাদুল হক মোল্লা বলেন,নাসিরনগর থানা পুলিশের হেফাজতে প্রতারনার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ নং আসামি ওই নারীকে কোর্ট হাজাতে পাঠানো হয়েছে।রবিবার তাকে আদালতে উঠানো হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn