শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চালের ভুয়া টোকেন বানিয়ে দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে মো. সিরাজুল ইসলাম নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। কমলনগর আমলি অঞ্চলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তারেক আজিজ স্ব-প্রণোদিত হয়ে বুধবার এ আদেশ দেন।
সিরাজুল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এর আগে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এর সূত্র ধরে আদালতের বিচারক সেটি পর্যালোচনা করে এ আদেশ দিয়েছেন। আদালতের নাজির মো. ইয়াসিন আরাফাত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৫ জুন প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ভিজিএফের চাল চরলরেন্স ইউনিয়নের জন্য ৪৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। চার হাজার ৬৫০ জনের মাঝে ১০ কেজি করে বিতরণের জন্য এ বরাদ্দ দেওয়া হয়। চাল বিতরণ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য পরিষদের সিল সম্বলিত টোকেনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেন চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। সে অনুযায়ী চার হাজার ৬৫০টি টোকেন ইউপি সদস্যদের দিয়ে বিতরণ করা হয়।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn