রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

পেঁয়াজ মজুদ রেখে বেশি দামে বিক্রি, ফটিকছড়িতে ৭ ব্যবসায়ীকে জরিমানা

পেঁয়াজ মজুদ রেখে বেশি দামে বিক্রি, ফটিকছড়িতে ৭ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে পেঁয়াজ মজুদ রেখে দ্বিগুণ দামে বিক্রিয়সহ নানা অপরাধে পাইকারি ও খুচরা ৭ ব্যবসায়ীকে দেড়লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে উপজেলার বিবিরহাট ও নাজিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজ্জম্মেল হক চৌধুরী।

এ সময় নাজিরহাট বাজারে পেঁয়াজ মজুদ রেখে ক্রয় মূল্যের দ্বিগুণ দামে বিক্রয় করার অপরাধে সাহাব উদ্দিন ও রাশেদুল আলম নামের দুই পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার করে একলাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নাজিরহাট বাজার ও বিবিরহাট বাজারের কয়েকজন খুচরা ব্যবসায়ীকে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রয় ও মূল্য তালিকা না থাকার কারণে একই আইনে ৫ ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজ্জম্মেল হক চৌধুরী বলেন, পেঁয়াজ মজুদ রেখে দ্বিগুণ দামে বিক্রি, মূল্য তালিকা না থাকায় দুটি বাজারে পাইকারী ও খুচরা সাত পেঁয়াজ ব্যবসায়ীকে মোট একলাখ ৫৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn