মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ে তুলতে হবে : এডহক কমিটি সভাপতি এডভোকেট রেজাউল করিম

পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ে তুলতে হবে : এডহক কমিটি সভাপতি এডভোকেট রেজাউল করিম

 

 

রাঙ্গুনিয়া উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি সাথে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার ১৩ই এপ্রিল কমিটির সভাপতি, অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি সহ কমিটির সদস্যদের মধ্যে কুশলদি বিনিময় হয়।

শুভেচ্ছা ও মতবিনিময় সভায় সভাপতি বলেন_
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পড়া-লেখার বিকল্প নেই, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ে তুলতে হবে, আমাদের উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়কে মেধার সাক্ষর রাখতে হবে
বিদ্যালয়ের অবকাঠামো, যুগউপযোগী প্রতিষ্ঠান গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান, সিনিয়র শিক্ষক খোরশেদ আলম,হেড মাওলানা ছিদ্দিক আহমদ, অভিভাবক সদস্য বখতিয়ার উদ্দীন, বিদ্যালয়ের হিতাকাঙ্খী জাফর আহমদ,মুখলেসুর রহমান, জসিম উদ্দীন চৌধুরি বাদশা,মাষ্টার ছাবের আহমদ সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দগন। ।

উল্লেখ্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক বোর্ড পরিদর্শক প্রফেসর ডক্টর. বিপ্লব গাঙ্গুলী সাক্ষরিত ৯ই এপ্রিল ২০২৫ ইংরেজী চার সদস্য কমিটি মনোনীত করেন। এতে চট্টগ্রাম বোর্ড কর্তৃক মনোনীত এডহক কমিটির সভাপতি এডভোকেট রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক সদস্য বখতিয়ার উদ্দীন, উপজেলার শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি খোরশেদ আলম, পদাধিকার অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমানকে সহ চার সদস্য কমিটি ঘোষনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn