
চন্দনাইশ উপজেলাধীন ঐতিহ্যঋদ্ধ পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া গ্রামের কন্যা সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাতবাড়িয়া বেপারীপাড়ার রত্নাংকুর বিহারের ধর্মপ্রাণ উপাসিকা, ফটিকছড়ি ভূজপুর প্রামের সুনীল কান্তি বড়ুয়া”র সহধর্মিণী এবং রঞ্জন বড়ুয়া ও রতন বড়ুয়ার গর্ভধারিণী মমতাময়ী মা রমা বড়ুয়া আজ সকাল ৭.৫০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আজ মঙ্গলবার দুপুর ৩ ঘটিকার সময় তাঁর নিজ বাড়ীতে অনিত্যসভা অনুষ্ঠিত হয়েছে ।এতে সভাপতিত্ব করেন জামিজুরী সুমনাচার বির্দশনারাম বিহারের অধ্যক্ষ শীলরক্ষিত মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ও উত্তর হাসিমপুর বন বিহারে নবরূপকার অধ্যক্ষ প্রজ্ঞানন্দ থেরো, বিশেষ অতিথি চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ভদন্ত ধর্মানন্দ মহাথেরো,বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন পটিয়া ঠেগরপুনি বৈজয়ন্তী বিহারের অধ্যক্ষ আর্যমিত্র মহাথেরো, জামিজুরী গৌতম বিহারের অধ্যক্ষ বোধিমিত্র থেরো,ধুমারপাড়া সংঘরত্ন বিহারের অধ্যক্ষ তিষ্যংকর থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি.এস আনন্দবোধি থেরো, সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ তিষ্যমিত্র ভিক্ষু, দক্ষিণ হাসিমপুর বিজয়ারাম বিহারের অধ্যক্ষ সুমেধসেন ভিক্ষু, হাছনদন্ডি পুষ্পরাম বিহারের অধ্যক্ষ সোমানন্দ ভিক্ষু গাছবাড়িয়া অমিভাত বিহারের অধ্যক্ষ শীলপ্রিয় ভিক্ষু। অনিত্য সভা সূচনা বক্তব্য প্রদান করেন পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বিহারের অধ্যক্ষ ও চন্দনাইশ ভিক্ষু পরিষদ সাধারণ সম্পাদক ধর্মদূত ড. সুমনপ্রিয় থেরো, পরিবারের পরিচিতি তুলে ধরেন পবন বড়ুয়া, গ্রামের পক্ষে স্মৃতি চারণ করেন জিনপ্রিয় বড়ুয়া, পঞ্চশীল প্রর্থনা করেন টিপু বড়ুয়া, অনিত্য সভা সঞ্চালনায় ছিলেন পল্লী চিকিৎসক লিংকন বড়ুয়া ছোটন , তরুণ কর্মী সংঘ থেকে পুষ্পদারা শ্রদ্ধা জ্ঞাপন করেন অনেকে ব্যানার ধারা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন এই প্রয়াতা উপাসিকা রমা বড়ুয়াকে, মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, দুই কন্যা, পুত্রবধু ও নাতি—নাতনী রেখে যান। তার বয়স হয়েছে ৭২ বছর, অনিত্য সভা শেষে সকল জ্ঞাতি স্বজন রমা বড়ুয়ার পারলৌকিক সদ্গতি সুখ—শান্তি কামনায় পূণ্যদান করেন। এবং পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাবু তানসেন বড়ুয়া,আগত জ্ঞাতী স্বজন সহ সকলে আগামী ১৯ তারিখ রবিবারে প্রয়াতার সাপ্তাহিক ক্রিয়া উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।