
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের একটি মোটর বাইকের শোরুমে আগুন
আজ ৩রা ফেব্রুয়ারী সোমবার, আজ বিকেল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে একটি মোটর বাইকের শোরুমে আগুন লাগে। মোটরবাইক এর শোরুমে দোতলায় প্রথম আগুন লাগে। আতঙ্কিত হয়ে শোরুমের কর্মচারীরা বাইরে বেরিয়ে আসেন।, অনুমান করা হচ্ছে শর্ট র্সার্কিটের ফলেই আগুন লেগেছে।
প্রথমে স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন না নেভাতে পারায়, তারা কোলাঘাটের ফায়ার ব্রিগেডে ও থানায় খবর দেয়, ফায়ার ব্রিগেডের দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ আরম্ভ করে। আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে অনুমান করা হচ্ছে, বেশ কয়েক লক্ষ টাকার জিনিসপত্র ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। অফিসারেরা তদন্ত করে দেখছেন, ঠিক হিসাব পাওয়া যায়নি কত টাকার মতো জিনিস ক্ষতি হয়েছে। তবে জনবহুল এলাকায় এই ধরনের আগুন লাগায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন।