শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৯ মাসের গর্ভবতী মহিলা সহ আহত ৫ র,মে,কে ভর্তি

পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৯ মাসের গর্ভবতী মহিলা সহ আহত ৫ র,মে,কে ভর্তি

 

ঘটনাটি ঘটে রংপুর নগরীর ৩২ নম্বর ওয়ার্ড কাইদা হারা বড় রংপুর এলাকায়। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়।
রংপুর নগরীর ৩২ নম্বর ওয়ার্ড তাজ হাট থানাধীন কাইদাহারা বড় রংপুর এলাকার গোলজার হোসেন এর পুত্র বকুল মিয়া
( ৪৬ ) এর সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে,নঅত্রএলাকার মৃত্যু -ভরসা শেখ এর পুত্র আঙুর মিয়া ( ৫৫ )য়ার।
ঘটনার দিন ৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং শুক্রবার সকাল ৮ টার দিকে আঙুর মিয়ার শ্যালোক পুলিশ সদস্য লালমনিরহাট জেলায় কর্মরত শাহাজালাল (৪০) এর হুকুমে আব্দুল খলিল,একরামুল, রুবেল,নুর মোহাম্মদ, মতিয়ার মিঞা, গোলাপ,রহিম, আঙুর মিয়াসহ অজ্ঞাত ১০থেকে ১৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় বকুল মিয়ার পরিবারের ওপরে।
এ সময় ৯ মাসের গর্ভবতী মহিলা সহ আহতহন ৫ জন,তারা সকলেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তাদের মধ্যে র,মে,কের, মহিলা সার্জারী ১৬ নং ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ৯ মাসের গর্ভবতী আমিনা বেগম (২২)।
এছাড়াও অত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, সেলিনা বেগম (৩৫), এলিনা বেগম (৪২ ),আকলিমা বেগম (২৮),ও বকুল মিয়া( ৪৬ )
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য শাহাজালাল এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,ঘটনা স্থলে আমি ছিলাম না কেন বা তারা আমার নাম দিয়েছে আমি বলতে পারি না, তবে ঘটনায় আমার চাচা গোলজার হোসেন ছিল উনি ভালোভাবে বলতে পারবে।
এ বিষয়ে ভুক্তভোগীরা তাজহাট মেট্রোপলিটন থানায় অভিযোগ দিতে গেলে অভিযোগ নিতে অনীহা প্রকাশ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn