সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের সভাপতি মনিরুল, সম্পাদক আসাদুজ্জামান

বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি (স্পেশাল ব্রাঞ্চ) মো. মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
গতকাল ২২ আগস্ট মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার) এ কে এম কামরুল আহছান। রোববার এ পরিষদ গঠন করা হয়।
বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ-২০২৩-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন অতিরিক্ত আইজিপি (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) মো. মাহাবুবর রহমান, অতিরিক্ত আইজিপি (ট্যুরিস্ট পুলিশ) ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান, ট্রেজারার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) মোহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এছাড়া নতুন এই পরিষদে আট জনকে ডিরেক্টর পদে মনোনীত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn