বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

পুলিশের বিরুদ্ধে মামলা

সিএনজি অটোরিকশা বিক্রির পর মালিকানার সঠিক কাগজপত্র না দেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান নামে এক ট্রাফিক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে মামলা হয়েছে।
১৩ আগস্ট রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতের মামলাটি করেন নগরের চান্দগাঁও এলাকার ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন।
আসামি মোস্তাফিজুর রহমান, নগর ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগে কর্মরত।
মামলার অভিযোগে বলা হয়, বিক্রয় ডটকমে একটি সিএনজি অটোরিকশা বিক্রির বিজ্ঞাপন দেখে মোস্তাফিজুর রহমান অভিযুক্ত ট্রাফিক পুলিশ সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করেন।
১ মে নগরের চান্দগাঁও আরাকান রোড এলাকা দোকানে এসে পুলিশ সার্জেন্ট গাড়িটির মুল্য বাবদ ৬ লাখ ৩০ হাজার নগদে নেন। কিন্তু সিএনজি অটোরিকশা বিক্রি করে মালিকানার সঠিক কাগজপত্র দেওয়া হয়নি।
অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট হওয়ায় সবকিছু ঠিকঠাক করে দেবেন বলে আশ্বস্ত করেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট এরফানুল হক জানান, সিএনজি অটোরিকশা বিক্রি করে মালিকানার সঠিক কাগজপত্র না দেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান নামে এক ট্রাফিক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়।
আদালত শুনানি শেষে বাদীর বক্তব্য গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn