
পুনে মাঝরাস্তায় দাউদাউ আগুন অফিস বাসে, পুড়ে ৪ জনের মৃত্যু
ভারতের মহারাষ্টের পুনে ভয়াবহ ঘটনা। মাঝরাস্তায় অফিসের টেম্পো ট্রাভেলর বাসে দাউদাউ আগুন। আর সেই আগুনে পুড়েই মারা গেলেন ৪ অফিস যাত্রী। বুধবার (১৯ মার্চ) সকালে পুনের হিঞ্জেওয়াড়িতে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের এবং আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। পুনের হিঞ্জেওয়াড়িতে একটি টেম্পো ট্রাভেলর বাস একটি বেসরকারি সংস্থার অফিসকর্মীদের নিয়ে যাচ্ছিল। ডাসল্ট সিস্টেমস সংস্থায় পৌঁছানোর ঠিক আগেই সেই টেম্পোতে হঠাৎ করে আগুন ধরে যায়। টেম্পো চালকের পায়ের নিচ থেকেই প্রথমে আগুন ধরে। আর সামনের দিকে আগুন ছড়িয়ে পড়লে চালক গাড়ির গতি কমিয়ে দেন। হিঞ্জেওয়াড়ি থানার ডেপুটি কমিশনার অফ পুলিশ বৈশাল গায়কোয়াড় এমনটাই জানিয়েছেন। আর এই মিনিবাসের পিছন দিকে যে এমার্জেন্সি এক্সিট ডোর ছিল তা খোলাই যায়নি আর সেই কারণেই আগুনে বাসের মধ্যেই পুড়ে মারা গিয়েছেন ৪ যাত্রী। তিনি আরও জানান, ” যদিও বেশকিছু কর্মী বাসের মধ্যে থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন কিন্তু তাদের মধ্যে ৪ জন কোনওভাবেই বাইরে বেরোতে পারেননি আর তার ফলে তাদের মৃত্যু হয়। টেম্পো থেকে তাদের দেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।