
পুনরায় গোষ্ঠীদ্বন্দ্বে রক্ত ঝরলো তৃণমূল কর্মীর, বিধায়ক বনাম প্রাক্তন ব্লক সভাপতি নাম জোড়ালো
আজ ১৯শে মার্চ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পুনরায় গোষ্ঠী কোন্দলে রক্ত ঝরলো তৃণমূল কর্মীর, বিধায়ক বনাম প্রাক্তন ব্লক সভাপতি নাম জোড়ালো ঘটনায়।
জানা যায় বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় এগরা সুপার স্পেশালিস্ট হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যা আটটা নাগাদ ঘটনাটি ঘটে।
পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর বাগদা হাসপাতাল মোড়ে তৃণমূল কর্মী শেখ সফিকুল আলম এর উপর আক্রমণ চালায় অপর গোষ্ঠী তৃণমূল কর্মীরা, তাকে কিল চর ঘুসি মারতে থাকে অন্য গোষ্ঠীর লোকজনেরা।
গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শফিকুল আলম, স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায়। পরে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।
প্রসঙ্গত একমাস আগে মোহনপুর ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতিকে সরিয়ে বিধায়ক বিক্রম প্রধানকে এই ব্লকের দায়িত্ব দেন অভিষেক ব্যানার্জি, মোহনপুর গ্রাম পঞ্চায়েত মেম্বার রেশমা আলমের স্বামী শফিকুল আলমের বাড়িতে বিধায়কের কার্যালয় খোলা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই আক্রমণ বলে অভিযোগ করেছে বিধায়ক গোষ্ঠী। জানা গেছে প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতির নেতৃত্বে মসি খান নামের দুষ্পৃতিকে দিয়ে এই আক্রমণ চালানো হয় বলেই অভিযোগ করেন আক্রান্ত তৃণমূল কর্মী শফিকুল আলম, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়া এবং এলাকায় উত্তেজনও দেখা দেয়।