শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

পুণ‍্য মহাকুম্ভে খাবারে ছাই মেশানোর অভিযোগ !

পুণ‍্য মহাকুম্ভে খাবারে ছাই মেশানোর অভিযোগ !

 

বিতর্ক যেন পিছু ছাড়ছে না এবারের মহাকুম্ভকে। প্রথমে মৌনী অমাবস‍্যার দিন পুণ‍্য স্নানের সময় পদপিষ্ট হয়ে পুণ‍্যার্থীদের মৃত্যু। পরে মহাকুম্ভে অগ্নিকান্ড। পুড়ে ছাই একের পর এক তাঁবু। আর এবার সামনে এল এমন এক ভিডিও, যা দেখে সবার চোখ কপালে উঠে যাবে। মহাকুম্ভের ” ভান্ডারা” খাবারে মেশানো হচ্ছে ছাই। মেশাচ্ছেন এক পুলিশ অফিসার। ঘটনাটি ধরা পড়েছে জনৈকের ক‍্যামেরায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। জানা যায়, ভিডিওতে যে পুলিশ অফিসারকে দেখা যাচ্ছে, তাঁর নাম ব্রিজেশ তিওয়ারি। তিনি সোরাওয়ের স্টেশন ইন চার্জ। ভিডিও ভাইরাল হওয়ার পরই তাঁর বিরুদ্ধে ব‍্যবস্থা নিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাঁকে। পাশাপাশি গোটা ঘটনার রিপোর্ট তলব করেছেন ডিসিপি গঙ্গানগর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn