রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পুণ্যশীলা প্রবীণা উপাসিকা  ভাগ্যপতি বড়ুয়া’র পারলৌকিক সদগতি কামনায় অষ্টপরিস্কার দানসহ সংঘদান সম্পন্ন

১৯ ফেব্রুয়ারি ২০২৩ইং চন্দনাইশ উপজেলাধীন সাতবাড়ীয়া ধুমারপাড়া গ্রামের ধর্মপ্রাণ উপাসক, প্রয়াত আত্মারঞ্জন বড়ুয়া’র সহধর্মিণী এবং সাতবাড়ীয়া ধুমারপাড়া সংঘরত্ন বিহার কমিঠির সভাপতি বাবু তপন বড়ুয়া ও সম্ভু বড়ুয়া’র গর্ভধারীনি মমতাময়ী মা দানশীল ব্যক্তিত্ব বাবু সজল বড়ুয়া’র ছোট ঠাকুর’মা ধুমারপাড়া সংঘরত্ন বিহারের পুণ্যশীলা প্রবীণা ধার্মিক উপাসিকা ভাগ্যপতি বড়ুয়া’র সাপ্তাহিক ক্রিয়া, অষ্টপরিস্কারসহ মহতী সংঘদান সু-সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন জ্যৈষ্ঠপুরা শাক্যমুনি বিহারের অধ্যক্ষ, সদ্ধর্মরশ্মি জিনানন্দ মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো, অনুষ্ঠান সঞ্চালনা ও সদ্ধর্মদেশনা করেন চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারন সম্পাদক, ভদন্ত প্রজ্ঞানন্দ থেরো, অনুষ্ঠান উদ্ভোধন করেন ধুমারপাড়া সংঘরতœ বিহারের অধ্যক্ষ তিশংকর থেরো। বিশেষ অতিথি ছিলেন দেবানন্দ মহাথেরো, সুমানন্দ মহাথেরো, রুদুরা বোধিনিকেতন বিহার ও ভিক্ষু শ্রামন প্রশিক্ষণ সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত বোধিরতন মহাথেরো, সংঘরত্ন মহাথেরো, তিশরী বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ মহাথেরো, জোয়ারা খানখানাবাদ ভাবনারামের অধ্যক্ষ ধর্মানন্দ মহাথেরো, শুভানন্দ মহাথেরো, জোয়ারা পঞ্চরত্ন বিহারের অধ্যক্ষ বুদ্ধপাল থেরো,জামিজুরি গৌতম বিহারের অধ্যক্ষ বোধিমিত্র থেরো, সুমনতিষ্য থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি. এস. আনন্দবোধি থেরো, বুদ্ধ সেবক থেরো, সুমনালংকার থেরো,  লোকরতœ ভিক্ষু, সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ তিষ্যমিত্র ভিক্ষু , শীলপ্রিয় ভিক্ষু সহ আরো অনেক প্রাজ্ঞ ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রয়াত ভাগ্যপতি বড়ুয়ার পালৌকিক সদগতি ও সুখ-শান্তি, নির্বাণ কামনায় পুণ্যদান করেন এবং সকলে মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn