রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

পুণ্যশীলা উপাসিকা দীপালি বড়ুয়ার অন্তিম যাত্রায় অনিত্য সভা সম্পন্ন

  • পুণ্যশীলা উপাসিকা দীপালি বড়ুয়ার অন্তিম যাত্রায় অনিত্য সভা সম্পন্ন

চন্দনাইশ উপজেলাধীন, পূর্ব সাতবাড়ীয়া বেপারীপাড়া রত্নাংঙ্কুর বিহারের ধর্মপ্রাণ ধার্মিক উপাসক অমূল্য সওদাগর বাড়ির মেজ সন্তান প্রয়াত প্রকৌশলী বিধু ভূষণ বড়ুয়ার সহধর্মিণী শ্রীমতী দিপালী বড়ুয়া” প্রকাশ ( রাজুর মা) চট্টগ্রাম শহরে মেহেদীবাগ নিজ বাসায় সকাল (১০.৩০) মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল ২৫ শে আগষ্ট দুপুর ২টায় পুণ্যশীলা উপাসিকা দীপালি বড়ুয়ার অনিত্য সভা নিজ গ্রামে ঐতিহাসিক পুণ্যতীর্থ ছাঁইদামুনি মন্দির প্রাঙ্গণে মহা সংঘের উপস্থিতিতে সুসম্পন্ন হয়।প্রায় অর্ধশতাধিক ভিক্ষু সংঘের মধ্যে উপস্থিত ছিলেন উপসংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবির। সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির প্রধান উপদেষ্টা শাসনমিত্র মহাস্থবির,শীলরক্ষিত মহাস্থবির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পন্ডিত, লেখক, গবেষক, প্রাবন্ধিক
চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি মহাস্থবির, চন্দনাইশ ভিক্ষু পরিষদ সভাপতি অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির, সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ অতুলানন্দ মহাস্থবির, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির, সপ্তগ্রামের সাধারণ সম্পাদক জিনরতন মহাস্থবির, সাতকানিয়া ভিক্ষু সমিতির সভাপতি শীলানন্দ মহাস্থবির,দেবানন্দ মহাস্থবির,চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ও চরবরমা সুগত বিহারে অধ্যক্ষ ধর্মানন্দ মহাস্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর ভাইস-চেয়ারম্যান প্রজ্ঞানন্দ স্থবির, আর্যমিত্র মহাস্থবির, বুদ্ধপাল স্থবির, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক বোধিমিত্র স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, তিষ্যমিত্র ভিক্ষু, নিমফুল বিনয়মিত্র ভিক্ষু সহ আরো অনেক প্রাজ্ঞ পন্ডিত মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক ও পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বিহারের অধ্যক্ষ ধর্মদূত ড. সুমনপ্রিয় স্থবির,
স্মৃতি চারণ করে পুণ্যদান করেন সীবলী সংসদের পরিচালক উদয়ন বড়ুয়া,
তানসেন বড়ুয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন
প্রয়াতা দীপালি বড়ুযা’র মেজ পুত্র ফ্রান্স প্রবাসী বাবু পলাশ বড়ুয়া।

অনিত্য সভায় সকলে প্রয়াতা দীপালি বড়ুযা’র পারলৌকিক সদগতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করেন। বেপারীপাড়া শ্মশানে দাহাকার্য সম্পন্ন করেন।
আগামী ২৮শে আগস্ট দুপুরে প্রয়াতা দিপালী বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে মহান পূজনীয় ভিক্ষু সংঘ, ও সকল আত্মীয় পরিজন উপস্থিত থেকে প্রয়াতাকে পূন্যদান দিয়ে মধ্যাহ্নভোজন গ্রহণ করার আহবান জানন।তাঁর পারলৌকিক সদ্গতি নির্বাণ সুখ কামনা করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn