রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পুঠিয়ার বেলপুকুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; ৫ জন গুরুতর আহত

পুঠিয়ার বেলপুকুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; ৫ জন গুরুতর আহত

 

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার সামনে যাত্রী বাহী বাস ও মসুর বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার সামনে। বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলেন, মতিহার কাজলা এলাকার আনারুল ইসলামের স্ত্রী মোছাঃ হাসিনা (২৬), বিনোদপুর এলাকার আহসানের মেয়ে রোকেয়া (৪০), পুঠিয়া ঝলমলিয়া এলাকার কবির হোসেনের ছেলে মোঃ সাব্বির আহমেদ (৩০)সহ ৫ জন আহতের ঘটনা ঘটেছে। গুরুত্বর আতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
জানাযায়, রাজশাহী থেকে যাত্রীবাহী বাস সেফাত স্পেশাল (রাজ মোট্রো ব ১১-০১৩৪) বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে নাটোর যাওয়ার সময় পুঠিয়ার বেলপুকুর থানার সামনে পৌছালে অপরদিক থেকে আসা রাজশাহীগামী আর আর ট্রাকের (ঢাকা মেট্রো -ট ২২- ৯৪৫৫) মধ্যে মুখো-মুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস-ট্রাক দুমড়ে-মুচড়ে গুরুত্বর ভাবে পাঁচজন আহত হয়। আতদেরকে স্থানীয়রা ও বেলপুকুর থানা পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য্য রামেক হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বেলপুকুর থানার সামনে ট্রাক ও বাস মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়। তাদের মধ্যে ১ জন মেয়ে গুরুতর আহত। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিলো আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত বাসটি সরিয়ে দিয়ে যান চলাচল স্বভাবিক করি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn