
পীরগাছা নির্বাহী কর্মকর্তার ফোন ক্লোন করে টাকা দাবি
রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের দাপ্তরিক ফোন নম্বর ‘ক্লোন’ করে টাকা দাবি করেছে প্রতারকরা। নম্বর ‘ক্লোন’র বিষয়টি জানার পর সবাইকে প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন ইউএনও এবং পীরগাছা অফিসার ইনচাজা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শৈনিবার (22 মার্চ) সন্ধ্যা থেকে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক মুঠোফোন নম্বর ক্লোন করে নিজেকে ইউএনও দাবি করে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দেওয়া হচ্ছে ( আর্জেন্ট পনের হাজার টাকা লাগবে এখন এই নাম্বারে পাঠায় দিয়েন 01756639294 =15,000) বিকাশ নম্বরে টাকা চাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন বলেন, এই ক্লোনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সবাইকে সতর্ক করি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, নম্বর ক্লোনের বিষয়টি সন্ধ্যায় আমি জেনেছি। জানার পর আমিও সবাইকে সতর্ক থাকতে বলেছি। আমরা অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্ঠা করতেছি।