মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পি এইচ আমিন একাডেমী স্কুল মাঠে ভাই বোন সম্মিলিত ভাবে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে

পি এইচ আমিন একাডেমী স্কুল মাঠে ভাই বোন সম্মিলিত ভাবে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে

 

 

অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন মিল্লাত মানবতার মুক্তি সাধনায় রমজানের শিক্ষা বাস্তবায়নে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে পালিত হোক সকল ঈদ।
আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ চট্টগ্রাম হালিশহর থানা শাখার উদ্যোগে রমজানের ঈদুল ফিতর নামাজ পি এইচ আমীন একাডেমী স্কুলের মাঠ প্রাঙ্গণে সকাল আটটা ত্রিশ (৮.৩০)ঘটিকায় অনুষ্ঠিত হবে। উক্ত জামাতে মা-বোনদের ও নামাজের জন্য সু-ব্যবস্থা করা হয়েছে । অত্র এলাকায় মা-বোনদের নিয়ে সম্মলিত ভাবে ইহাই একমাত্র জামাত।
অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন মিল্লাত মানবতার মুক্তি সাধনায় রমজানের শিক্ষা বাস্তবায়নে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে পালিত হোক সকল ঈদ। একমাত্র মানবতার রাজনীতিই মানব সত্তাকে সুরক্ষিত ও বিকশিত করে মানবতার রাষ্ট্র সব মানুষের সর্বজনীন কল্যাণের রাষ্ট্র গড়ে তুলতে পারে। অপরাজনীতির বিনাশী গ্রাস থেকে উদ্ধার ও মুক্তির একমাত্র পথ মানবতার রাজনীতির রাষ্ট্র তথা দুনিয়া কোন একক গোষ্ঠীর নয়। সব মানুষের,আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করছি যখন দুনিয়াব্যাপী ইসলাম ও মুসলিম মিল্লাত ভয়ংকর সংকটে বিপন্ন। সমগ্রবিশ্ব মন্ডলির আজ এই মর্মান্তিক এ দুরবস্থা বিপর্যয়ের মধ্যে নিজেদের ও সমগ্র মানবতার উদ্ধারের লক্ষ্য উদ্দেশ্য কর্মসুচীতে একাত্ব হয়ে সব ভাইবোনের দুঃখ যন্ত্রনায় একাত্ব হয়ে তাঁদের সবার জন্য দোয়া ও মুক্তির পথ তৈরীর শপথে সকলের জন্য দোয়া কামনা করা হবে।
উক্ত রামাদানের ঈদুল ফিতরের নামাজ, দোয়া-মুনাজাত ও সালাতু সালাম পরিচালনা করবেন মুফতি আল্লামা রেজাউল কাউসার। ঈমানদার ভাইবোন সবার প্রতি ঈদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ও দুনিয়ার সব ভাইবোনদের জন্য শান্তি নিরাপত্তা ও সুপথ কামনায় ময়দানে ঈদের নামাজ আদায় দোয়া মুনাজাত ও সালাতুসালামে শরীক হতে সকল ভাইবোনদের আন্তরিকভাবে উপস্থিতি কামনা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn