রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

পিরোজপুর জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মজনু তালুকদার আর নেই

পিরোজপুর জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মজনু তালুকদার আর নেই

 

পিরোজপুর জেলা শ্রমিকলীগের সভাপতি ও হুলারহাট বন্দর ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি মোঃ মজনু তালুকদার মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার রাত ৩ টা ৩০ মিনিটের সময় হৃদযন্ত্রক্রিয়া তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। আজ বুধবার দুপুর ২টায় হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা নামায শেষে তাকে রানীপুর পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মোঃ মজনু তালুকদার এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সাভাপতি পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য সালমা রহমান হেপী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহারাজ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn