বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

পিরোজপুরে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এবং আর এ আই এসই প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুরে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এবং আর এ আই এসই প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 

 

পিরোজপুরে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এবং আর এ আই এসই প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকেন সম্মেলন পিরোজপুর জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টর বরিশাল এর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপসচিব, ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের (প্রশাসন ও উন্নয়ন) পরিচালক মো: ইমরান আহম্মেদ।

জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো: আমীনুল ইসলাম এর সভাপত্বিতে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: শাখাওয়াত হোসেন, সহকরী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে, সহকরী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌফিক আনোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েল ফেয়ার সেন্টার বরিশোলের সহকারী পরিচালক মো: আতিকুল আলম। এসময় প্রবাসীকর্মী ও বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রবাসী কর্মীদের বিমানবন্দরে প্রবাসী কল্যান ডেক্স কতৃক সহায়তা প্রদান। ওয়েজ আর্নার্স সেন্টারের সেবা প্রদান। প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, প্রবাসী কর্মী ও তার পবিবারকে বীমা সুবিধা প্রাপ্তিতে সহায়তা প্রদান। প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা প্রদান। প্রবাসী আহত ও অসুস্থ্যদের সহায়তা প্রদান। প্রবাসে মৃত কর্মীদের পরিবারে আর্থিক সহায়তা প্রদান। প্রবাসে মারা গেলে মৃতদেহ দেশে আনতে সহায়তা ও দাফনে সহায়তা প্রদান। শ্রম কল্যান উইং এর মাধ্যমে সহায়তা প্রদান। বিদেশে সেইফ হোম পরিচালনা। নারী প্রবাসে যে সকল সমস্যা মোকাবেলা করতে হয় সে বিষয়ে আলোচনা সহ সকল বিষয়ে আলোচনা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn