শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

পিরোজপুরের নেছারাবাদে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ এনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এলাকায় বহিরাগতদের প্রবেশ ও বিভিন্ন সময় কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র (অটোরিক্সা) প্রার্থী মিজানুর রহমান গাজী। আজ শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে  এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।   লিখিত বক্তব্যে প্রার্থী মিজানুর রহমান গাজী বলেন, গত ২৬ জুন থেকে তিনি নির্বাচনী প্রচার প্রচারনা চলাছে। যা নৌকা মার্কার সমর্থিত সন্ত্রাসীদের মারপিট ও হামলা চালিয়ে বাঁধাগ্রস্থ হচ্ছে। গত ১০ জুলাই স্থানীয় বিশাল বাজারে তার সমর্থক অবনী মন্ডল ও কদমী মন্ডলের উপর নৌকা মার্কার লোকজন হামলা চালায়। হামলায় আহতরা বরিশাল ও ঢাকায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। বিগত ইউপি নির্বাচনে বর্তমান নৌকা মার্কার প্রার্থীর শ^শুর আঃ রব সিকদার চশমা মার্কার প্রতীকে নির্বাচন করে ইউনিয়নের হিন্দু সমাজকে মারপিটের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেয় নাই। পূর্বের ন্যায় বর্তমানে শুরু থেকেই তার প্রতিপক্ষ নৌকা মার্কার প্রার্থী ফারজানা আক্তারের স্বামী পলাশ শিকদার ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন এলাকা থেকে অনেক বহিরাগত লোকদের এনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আমার কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন ও সাধারন ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। পূর্বের ঘটনার প্রেক্ষিতে সমস্ত হিন্দু ভোটাররা ঘর থেকে বের হয়ে ভোট কেন্দ্রে যেতে চায় না। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বিঘেœ ভোট প্রদান করিতে পারে তার জন্য তিনি  প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট আল কামাল আবদুল ওহাব, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল হক ইকবাল সহ স্থানীয় সমর্থক ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে নৌকা মার্কার প্রার্থী ফারজানা আক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn