শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পিডিজি ফোরাম চট্টগ্রামের সভা অনুষ্ঠিত

নগরীর চট্টগ্রাম ক্লাব লিমিটেডে লায়ন্স জেলা ৩১৫–বিঃ, বাংলাদেশের পিডিজি ফোরাম চট্টগ্রামের সভা গত সোমবার অনুষ্ঠিত হয়। ফোরাম চেয়ারম্যান লায়ন এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৯ সেপ্টেম্বর জেলা গভর্নর টিমকে রিসিপশন প্রোগ্রামের আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
এছাড়াও জেলার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী জেলার প্রাক্তন জেলা গভর্নরদের সাথে মতবিনিময় করেন। সভায় সর্বসম্মতিক্রমে প্রাক্তণ জেলা গভর্নর লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্যকে ফোরামের ট্রেজারার হিসেবে মনোনীত করা হয়। ফোরাম সভাপতি লায়ন এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বিঃ এর প্রাক্তণ জেলা গভর্নর লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, লায়ন এস এম শামসুদ্দিন, লায়ন শাহ আলম বাবুল, লায়ন মঞ্জুর আলম মঞ্জু, লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য্য, লায়ন কামরুন মালেক, লায়ন আল সাদাত দোভাষ। আরও উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিকী এবং ক্যাবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম। সভা সঞ্চালনা করেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন মঞ্জুর আলম মঞ্জু।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn