সোমবার - ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

পাহাড় থেকে উচ্ছেদ অভিযানে পরিবেশকর্মীর উপর হামলাকারী গ্রেপ্তার

পাহাড় থেকে উচ্ছেদ অভিযানে পরিবেশকর্মীর উপর হামলাকারী গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২৩ অক্টোবর আকবরশাহ এলাকায় উচ্ছেদ অভিযানে অংশ নেয়া পরিবেশকর্মীর উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে আকবরশাহ থানাধীন উত্তর পাহাড়তলী ওয়ার্ডের হারবাতলীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. রুবেল প্রকাশ নুর নবী বাবু। সে হারবাতলীর জইদুলের ছেলে।
জানা গেছে, গত ২৩ অক্টোবর বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাহাড় কেটে তৈরি স্থাপনা ও কালীরছড়া খাল উদ্ধারে ২ দিনব্যাপি অভিযান চালায় প্রশাসন। জেলা প্রশাসন, বিদ্যুৎ, ওয়াসা, পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থার যৌথ এই অভিযানে বাংলাদেশ পরিবেশ আইনবিদি সমিতির (বেলা) নেটওয়ার্ক মেম্বার পরিবেশকর্মী ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম খান পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তক্রমে অভিযানে সহায়তা করেন। অভিযানের এক পর্যায়ে বেলা পৌনে ১ টার দিকে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল শফিকুলের উপর হামলা চালিয়ে তাকে মারধর করেন। ভিডিও ফুটেজে দেখা যায় গ্রেপ্তার যুবক শফিকুলকে লাথি ও ঘুষি মারছেন। শফিকুল চট্টগ্রাম বিভাগীয় পাহাড় সুরক্ষা জোটের সদস্য। তিনি দীর্ঘদিন আকবরশাহে এলাকায় পাহাড় সুরক্ষা ও কালীরছড়া খাল উদ্ধারে আন্দোলন করে আসছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইসমিত চাকমা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, সাংবাদিক ও পরিবেশকর্মীর উপর হামলা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn