শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন কাল

পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির
ত্রি-বার্ষিক নির্বাচন কাল

বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও বৃহত্তর ব্যবসায়িক প্রাণ কেন্দ্র পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ীদের সংগঠন পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে টানা ভোট গ্রহণের মধ্যেদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ত্রি-বার্ষিক নির্বাচনে ১২ পদে ১৫জন প্রার্থীর লড়াইয়ে ৪০জন প্রতিদ্বন্দী প্রার্থী নির্বাচনে মুখোমুখি হয়েছেন। এই পদের উল্লেখযোগ্য সভাপতির ১টি পদে ৩জন, সহ-সভাপতির ২টি পদে ৬জন, সাধারণ সম্পাদকের ১টি পদে ২জন, যুগ্ম সাধারণ সম্পাদকের ১টি পদে ২জন, সহ-সাধারণ সম্পাদকের ১টি পদে ২জন, সাংগঠনিক সম্পাদকের ১টি পদে ৩জন, দপ্তর সম্পাদকের ১টি পদে ৩জন, অর্থ সম্পাদকের ১টি পদে ২জন, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদকের ১টি পদে ৩জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের ১টি পদে ৪জন, প্রচার সম্পাদকের ১টি পদে ২জন, কার্যনির্বাহী সদস্যের ৩টি পদে ৮জন প্রতিদ্বন্দীতা করছেন। সমিতির ৬৮৫জন ভোটার তাদের সুচিন্তিত মতামত ও ভোট প্রয়োগের মধ্যদিয়ে আগামী ৩ বছরের জন্য সমিতির পরিষদ নির্বাচন করবেন। ত্রি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন হাজী মো. দেলোয়ার হোসেন এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন হাজী মো. রফিক সওদাগর, মো. বেলাল উদ্দিন, মো. নজরুল ইসলাম বাবুল ও মো. মনির হোসেন।
এদিকে হাজী মো. দেলোয়ার হোসেন এক বিবৃতিতে বলেছেন পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনের আনুসাঙ্গিক যতসব প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়াও নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি বিবৃতিতে সকল ভোটারদের নির্দ্দিষ্ট সময়ের মধ্যে এসে ভোট প্রদানের অনুরোধ জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn