সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পার্বত্য মন্ত্রণালয়ের সচিবের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা’র মতবিনিময়

পার্বত্য মন্ত্রণালয়ের সচিবের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা’র মতবিনিময়

 

যোগ্য জনবল ছাড়া কোনো প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুল খালেক বলেন, “কোয়ালিটি অর্জনের জন্য কোয়ালিটি জনবল প্রয়োজন। নতুবা দুর্বলতা থেকেই যাবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে হবে। বরাদ্দ অনুযায়ী প্রতিটি দপ্তরের কার্যক্রম পার্বত্য জেলা পরিষদকে তদারকি করতে হবে।” তিনি বলেন, যেকোনো প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে যদি যোগ্য লোক নিয়োগ না দেওয়া হয়, তাহলে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না।

শনিবার (২৪ মে ) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবং সঞ্চালনা করেন পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ।

শুরুতে স্বাগত বক্তব্যে পরিষদ চেয়ারম্যান খাগড়াছড়িকে তিন পার্বত্য জেলার মধ্যে বরাদ্দে সবচেয়ে পিছিয়ে রাখার বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আলোচনায় উঠে আসে, জেলার বিভিন্ন কার্যালয়ে জনবল সংকট, স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটন খাতের নানা সমস্যাসহ অবকাঠামোগত দুর্বলতা। বিশেষ করে স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, ঝুঁকিপূর্ণ হাসপাতাল ভবন, নতুন স্বাস্থ্য কমপ্লেক্সের অভাব এবং জনবল সংকটের কথা তুলে ধরা হয়।

লাইব্রেরি, ক্রীড়া ও যুব উন্নয়ন খাতের আলোচনায় উঠে আসে—নিবন্ধিত পাঠাগারের বিপরীতে সরকারি লাইব্রেরিতে জনবল সংকট, ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠের অভাব এবং যুব উন্নয়ন অধিদপ্তরে একাধিক পদ শূন্য থাকার বিষয়।

সচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা পরিষদের আওতাধীন কয়েকটি বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সভায় উপস্থিত না হয়ে উপজেলা পর্যায়ের প্রতিনিধিকে পাঠিয়েছেন, যা অনুচিত।

পর্যটন বিষয়ে তিনি বলেন, “স্বর্গের রাজ্যখ্যাত সাজেক আর আগের মতো নেই। রিসোর্ট ও কটেজ নির্মাণে প্রকৃতি নষ্ট হয়েছে। পানির স্তর নিচে নেমে গেছে, ঝর্ণা ও কূপের পানি ব্যবহারকারীরা এখন পানির সংকটে ভুগছে।” তিনি পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি বিভাগে সমন্বয় সভা হতে হবে এবং সুপরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

সভায় পার্বত্য জেলা পরিষদের সকল সদস্য ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিকালে সচিব ভাইবোনছড়া ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদ কর্তৃক নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn