রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পাবনা জেলা মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ পাবনা জেলা শাখার উদ্যোগে ২০তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ৪টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
পাবনা জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সারোয়ারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ প্রামাণিক বাচ্চুর পরিচালনায় বক্তব্য রাখেন, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি, পাবনা জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, পাবনা সদর উপজেলা মৎস্যজীবী লীগের দপ্তর সম্পাদক এস.এম. সামসুজ্জামান রাসেল প্রমূখ।
এসময় পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আনোয়ার খান, পাবনা জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ইমরোজ হোসেন, মো. আজাদ, সদস্য মো. আনিস মেম্বার, পৌর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শরিফসহ পাবনা জেলা, উপজেলা, পৌর মৎস্যজীবী লীগের অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার আয়োজন করা হয়।
উল্লেখ্য ২০০৪ সালে ২২ মে যাত্রা শুরু করে মৎস্যজীবী লীগ। আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে দলের সহযোগী সংগঠন হিসেবে মৎস্যজীবী লীগকে স্বীকৃতি দেওয়া হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn