শনিবার - ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পাবনা কম্পিউটার সমিতির উদ্যোগে সাংগঠনিক সভা, নীতিমালা প্রণয়ন ও সার্টিফিকেট বিতরণ

পাবনা কম্পিউটার সমিতির উদ্যোগে সাংগঠনিক সভা, সদস্যদের ফুল দিয়ে বরণ, নীতিমালা প্রণয়ন ও সার্টিফিকেট বিতরণ পাবনা রিভার ভিউ রিসোর্টে এ অনুষ্ঠিত হয়েছে। পাবনা কম্পিউটার সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ. আজিজের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি কামরুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক সোহাগ হোসেন, অর্থ সম্পাদক তারেক শেখ, কার্যকরী সদস্য মো. খায়রুজ্জামান আযম, মঞ্জুর কাদের মঞ্জু প্রমূখ। বক্তব্যকালে বক্তাগণ, সংগঠনটিকে সুসংগঠিত করতে সকলের একাত্বতা ও সহযোগীতা কামনা করেন।
এছাড়াও সভায় সংগঠনের নীতিমালা অনুসরণের বিষয়ে প্রতিটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজেদের মতামত, পরামর্শ এবং বাস্তবায়নের বিষয়ে দিক নির্দেশনা জানিয়ে বক্তব্য প্রদান করেন।
সাংগঠনিক সভা শেষে পাবনা কম্পিউটার সমিতির নীতিমালা প্রণয়ন, সমিতির সদস্যদের মাঝে ফুল দিয়ে বরণ ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এসময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn