
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুদের একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের হেল্পার মো. জাকিরের ছেলে রায়হান (৮)। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের দ্বিতীয় শ্রেণিতে পড়তো। অপরজন ইসলামনগর এলাকার রিকশাচালক বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (১০)।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশু দুটি দুপুরের দিকে পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে ডুবে গেলে শিক্ষার্থীদের কেউ একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহযোগিতা চান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলেই শিশু দুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান মেডিকেল অফিসার ডা. রিজওয়ানুর রহমান।