সোমবার - ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

পাথারকান্দিতে মাটি খনন করতে গিয়ে মিলল প্রাচীন হনুমান মন্দির, পুণনির্মাণ শুরু 

পাথারকান্দিতে মাটি খনন করতে গিয়ে মিলল প্রাচীন হনুমান মন্দির, পুণনির্মাণ শুরু

 

ভারতের আসামরাজ‍্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দির কলকলিঘাট এলাকার বিলবাড়ি গ্রামের পশ্চিমে লঙ্গাই নদীর তীরে এক প্রাচীন হনুমান মূতি ও মন্দিরের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। জানা যায়, সম্প্রতি স্থানীয়রা মাটি খননের সময় মন্দিরটির অস্তিত্ব আবিষ্কার করেন। পরে গ্রামের স্থানীয় জনগণের প্রচেষ্টায় মন্দিরটি মাটি থেকে উদ্ধার করা হয়। মন্দিরের পেছনে একটি শিলালিপিতে ” হনুমান চবুতরা” নাম খোদাই করা অবস্থায় পাওয়া যায়। প্রাচীন এই মন্দিরের পুননির্মাণে এগিয়ে এসেছেন ভক্তসমাজ। এলাকার যুবকদের সক্রিয় উদ‍্যোগে মন্দির পুণনির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যে গ্রামবাসীর প্রচেষ্টায় মন্দির পুননির্মাণে জন‍্য একটি কমিটি গঠন করা হয়েছে। এতে স্থানীয় বিশিষ্ট ব‍্যক্তি তথা প্রাক্তন সৈনিক অনিল সিংহকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। নির্মাণ কমিটির পক্ষ থেকে ভক্তদের সহযোগিতা কামনা করা হয়েছে। বর্তমানে হনুমান চবুতরায় নিয়মিত পূজার্চনা চালিয়ে যাচ্ছেন ধর্মপ্রাণ মহিলারা। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, সম্মিলিত প্রচেষ্টায় শীঘ্রই মন্দিরটি পুননির্মাণ সম্পন্ন হবে এবং এটি ভক্তদের জন্য একটি তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn