বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পাথরঘাটায় পরিবেশ দিবসে আর্দশ পরিবেশ বিষয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাথরঘাটায় পরিবেশ দিবসে আর্দশ পরিবেশ বিষয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় আদর্শ পরিবেশ শীর্ষক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণীর আয়োজন করে তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে সংগঠনটির সদস্যরা৷

প্রতিযোগিতার বিচারকার্য ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। সংগঠনের সভাপতি শোয়েব তাসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সমাজকর্মী এরফান সোয়েন। এছাড়াও আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবি মনোজ কুমার, প্রাজক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আ: কাইম খান সোহাগ, প্রবীণ সমাজকর্মী মেহেদী সিকদার। এছাড়া আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী, সাংবাদিক কলামিস্ট শফিকুল ইসলাম খোকন। পুরষ্কার বিতরণীর আলোচনায় বক্তারা পরিবেশ দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন৷

চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১ম স্থান অধিকার করে জান্নাতি জুঁই, ২য় স্থান অধিকার করে মেহেজাবীন নিধি এবং ৩য় স্থান অধিকার করে নুসরাত জাহান নিসা৷ এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশেষ স্থান অর্জন করে মাহমুদা জুথি৷ পুরষ্কার বিতরণীতে অতিথিরা বিজয়ীদের সনদ এবং পরিবেশ বন্ধু গাছ তুলে দেন। পরিশেষে তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার পক্ষ থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আম বৃক্ষ রোপণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn